বুধবার, ৭ মার্চ, ২০১৮

মনে চাঁদ ছুঁই



মনে চাঁদ ছুঁই
- যাযাবর জীবন


মন তুই তুই
মনে চাঁদ ছুঁই
চাঁদ চাঁদনি মন জ্যোৎস্না
মন তুইহীন চোখ কান্না
মন ভালোবাসা, মন তুই তুই
চাঁদ চাঁদনি আমি তোকে ছুঁই
আয় রাত রাত মেঘ উড়ে যাক
রাত চাঁদনি মনে শুধু তুই।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন