পাথরের হিসাব
- যাযাবর জীবন
দিনের হিসাব দিনে
মাসেরটা মাসে
বছরের হিসাব বছরে,
মনের হিসাব মনে
প্রেমের হিসাব প্রেমে
সুখ দুঃখ অনুভবে,
তোরা হিসাবে পটু
সব হিসাব তোদের
আমার কেবলই স্থবিরতা;
পাথর হিসাব জানে না
শুধু ক্ষয়ে যাওয়া সময়ে,
ধীরে, খুব ধীরে;
তোরা পাথর দেখিস
ক্ষয় দেখিস না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন