স্মৃতির অনুভূতি কথন
- যাযাবর জীবন
কখনো কখনো কিছু কথা
কখনো কখনো কিছু কবিতা
কখনো কখনো কিছু গান
কখনো কখনো কিছু অনুভব
প্রায়শই কাঁদায়, হাসায়
কখনো বা রাগায়, ভালোবাসা ও ঘৃণায়;
আদতে কি অনুভূতি কাঁদায়, না অনুভব হাসায়?
উঁহু!
কাঁদা হাসা তো শুধুই বহিঃপ্রকাশ
কাঁদায় কিংবা হাসায় তো স্মৃতি, আর কিছু মানুষের অবয়ব;
আর ঘৃণা?
ভালোবাসার খুব কাছেই ঘৃণার বাস
মাত্র একটুকরো অভিমানের দূরত্বে
অথচ ভালোবাসায় আমরা কত কাছাকাছিই না ছিলাম
আর ঘৃণায় যোজন যোজন দূরে;
স্মৃতিগুলো তো মানুষেরই, মানুষ থেকেই পাওয়া, তাই না?
কত কত বেদনা
কত শত আনন্দ-কথা
কত কত দুঃখ-গাঁথা
সবই তো মানুষ থেকে
খুব কাছের কিছু মানুষ,
সময় কিংবা পরিস্থিতির কারণে যারা অনেক অনেক দূরে
তবুও আমরা হাসি, কাঁদি তাদের স্মৃতিতে;
তোর কথা স্মৃতি'তে এলেই মন চাঁদ আর বড্ড মন খারাপ
চাঁদের দিকে তাকালে তোরও কি মাঝে মাঝে মন খারাপ করে?
মাঝে মাঝে আমার খুব জানতে ইচ্ছে করে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন