খণ্ড খণ্ড বিভাজন
- যাযাবর জীবন
একা মন একা একা
একা আমি যেমন তেমন
একা চলি রাজার মতন;
মনে প্রেম তো জীবন তুই তুই
শরীর এখানে আমার কাছে
মন পড়ে থাকে ওখানে, তোতে
আমি দ্বিখণ্ডিত হয়ে রই;
তার আগমন তোর আর আমার মাঝে
সরল প্রেমের জটিলিকরন
ত্রিখণ্ডিত আমি
সংকটাপন্ন জীবন;
তারপর এ ও সে এরা তারা ওরা
খণ্ড খণ্ড আমি আর প্রেমের বিভাজন
আসলে কি প্রেম?
উঁহু, মোহ মায়া আর কামের উল্লাস
উসৃঙ্খল জীবন;
আদতে একক জীবন রাজা রাজা
প্রেমে সুখের দ্বিখণ্ডন তো মধুময় ভুবন
অসম প্রেম তো সংকটময় জীবন
মনের ঙ বিভাজন
প্রেমের বহুগমন
অশান্তি চরম
ৎ মরণ;
কেও বুঝে সতর্ক হয়
কেও আগুনে ঝাপ দেয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন