বুধবার, ৭ মার্চ, ২০১৮

ছুঁয়ে ছুঁয়ে থাকা



ছুঁয়ে ছুঁয়ে থাকা
- যাযাবর জীবন


এই যে ছুঁয়ে ছুঁয়ে থাকা
তবুও হয় না ছোঁয়া
এই যে জড়িয়ে রাখা তবুও হয় না ভালোবাসা;

আমি প্রেম শিখি নি
আমি ভালোবাসি নি
মন ছুঁতে গিয়ে শরীরী হয়ে গেছি
ভালোবাসতে গিয়ে কামে জড়িয়েছি
ছিঃ ছিঃ ছিঃ ছিঃ,
তবে কি ভালোবাসা শরীর?
কই! আগে তো বুঝি নি;

কতটা কাছে আসলে ভালোবাসা হয়?
কতটা ভালোবাসলে কাছে যেতে হয়?

আমি না বুঝেই কাছে এসে পড়েছি
আমি না বুঝেই ভালোবেসে ফেলেছি;

যদি ভুল হয়ে যায়
যদি ভুল পথে যাই,
তুই জড়িয়ে থাকিস আমায় ছুঁয়ে ছুঁয়ে
তুই জড়িয়ে রাখিস আমায় হৃদয় দিয়ে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন