দূরে কোথাও
- যাযাবর জীবন
সন্ধ্যের গোধূলিতে দিগন্তে ঝুলে থাকে কুয়াশা
সূর্যটা লাল হয়ে টুপ করে ডুবে যেতেই পাখির ডানায় অন্ধকার
জোড়ায় জোড়ায় ঘরে ফিরছে পাখিরা
আমি ভাসতে থাকি অন্ধকারে,
কে জানি ক্রমাগত ডাকে আমায় দূরে কোথাও
আয়, আয়, আয়
আমি অস্থির উড়াল ডানায়
চাঁদ অনেক দূরে............
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন