ভালোবাসার নগরী
- যাযাবর জীবন
ইচ্ছে করলেই কি পাখি হওয়া যায়?
আমার ডানা কোথায়?
আকাশ বলতে তো নীল
ভালোবাসার নগরী নাকি সূর্যের ওপারে;
আমি সূর্যোদয় দেখি, সূর্যাস্ত দেখি
ভালোবাসা দেখব বলে,
কখনো চোখ ঝলসে দেয় সূর্য কখনো অন্ধকার
আমি তো তোর হয়েই থাকি, তুই কার?
আচ্ছা! আকাশের ওপারে কি?
বড্ড ইচ্ছে করে ডানা মেলতে
বড্ড ইচ্ছে করে নীল পেরোতে;
কোন একদিন আমরা পাখি হব
কোন একদিন নীল ছুঁয়ে দেব,
কোন একদিন ঠিক ভালোবাসব
সূর্যের ওপারের ভালোবাসার নগরীতে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন