বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১৮

আমাদের অপ্রেম কাহিনী



আমাদের অপ্রেম কাহিনী
- যাযাবর জীবন


তুই বিছানায় শুয়ে
আমি চুপিচুপি তোর জানালায় উঁকি
তোর চোখ বন্ধ
স্বপ্ন দেখছিস কি?
কি জানি! হবে হয়তো,
আমি অপলক তোকে দেখি
একমনে চুপিচুপি;

শুনেছি তুই নাকি খানিক অসুস্থ,
কই?
আমি তো বিছানায় শোয়া গোলাপ দেখি প্রস্ফুটিত;

দূর থেকে হাত রাখি তোর কপালে, মনে মনে
আর সুস্থতার কামনা করি,
তোর খুব কাছে যাওয়ার সাহস হয় না আমার;
কি জানি! যদি ভালোবাসা হয়ে যায়?

একটা তুই আর একটা আমি
আমরা স্বপ্নে স্বপ্নে উড়ি
আমরা স্বপ্নে স্বপ্নে ঘুরি
আমরা কেও কারো খুব কাছে যাই না
কি জানি! যদি আমাদের ভালোবাসা হয়ে যায়?
এই আমাদের মন অথবা স্বপ্ন কাহিনী,
এটাই আমাদের প্রেম কিংবা অপ্রেম কাহিনী।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন