অপরিচিত
- যাযাবর জীবন
কত কত পাহাড়
কত কত নদী
কত কত সাগর
কত জায়গা ঘুরি
নিজেকে যাচি, নিজেকে খুঁজি
মন গহীন কুঁয়ো, নিজেকে খুঁড়ি
কোথায় আর নিজেকে চিনি?
এই যে এত এত বোধ
প্রেম ভালোবাসা
সুখ দুঃখ
হাসি কান্না
নিঃসঙ্গতা একাকীত্ব
বিপরীত মানসিকতার কত কত বোধত্ব
বোঝা আর হয়ে ওঠে না আমার বোধের বৈপরীত্য
তবুও খুঁজে যাই নিজেকে খুঁড়ে
যখই যেখানে যাই একা একা ঘুরে;
কত কত শব্দ প্রকৃতি ঘিরে
মেঘের ডাক আকাশ চিরে চিরে
ঢেউ এর গর্জন সাগর তীরে
পাহাড়ের নীরবতার ভাষা বোঝে কে
আমি নিস্তব্ধতার কান্নায় স্তব্ধ হয়েছি কতবার!
তবু কান পেতে রই প্রকৃতির ডাক শোনার ;
কত কত রোদে দিনের তীব্র আলো
সূর্যের ঘুমে রাতের রঙ কালো
ফর্সা শ্যামলা কালোতে মেশানো
কত কত রঙের মানুষ চারিধার
জ্যোৎস্নার রঙ বুঝতে বুঝতে কত কত রাত
নির্ঘুম করেছি পার,
গায়ের রঙ চোখ চিনে নিলেও
মনের রঙ চেনা হয় নি আমার;
কত কত দিন
কত কত রাত
কত কত সূর্য কত কত চাঁদ ঘুরি
কত কত কুঁয়ো নিজেকে নিজে খুঁড়ি
কোথায় আর নিজেকে চিনি?
খুঁড়তে খুঁড়তে শুধুই অন্ধকার
খুঁজতে খুঁজতে সময় পার
চেনা হয় না নিজেকে নিজে আমার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন