অবুঝ অন্ধকার
- যাযাবর জীবন
মাঠ ভরা সবুজ সবুজ
ধানে ধানে ছাওয়া
উথাল পাথাল বিকেল বাতাস
অবুঝ অবুঝ হাওয়া
আকাশ ভরা নীল নীল সাদা মেঘের পাল
মন খারাপের নদী টইটুম্বুর, নৌকায় নাই হাল;
একা একা রাত
একা একা চাঁদ
নদীতটে পথ হাঁটা একা একা ধীর লয়ে
ঢেউগুলো সব আছড়ে পরে একসাথে আবেশে পায়ে
আকাশে চাঁদ থাকে তবু
চোখ থেকে কভু কভু
জ্যোৎস্না যায় হারায়ে;
কত কত নক্ষত্র একটা আকাশে
মিটিমিটি জোনাক হাসে
কত কত প্রেম মুখ গুমরে গুমরে অন্ধকারে ভাসে
কত কত মন দুপুরেই রাত হয়
আর সারাদিন অন্ধকার
তোর জীবনে প্রেম আসে ঘুরে ঘুরে
ঋতুতে ঋতুতে বারে বার
আমার জীবনে 'তুই' এসেছিলি
প্রেম হয়ে একবার;
আজ আমায় রাত্রি বলিস! কেন রে তুই বারবার?
ভালোবাসার তুই কি বুঝিস, হে রাত্রি অন্ধকার!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন