রোদ রোদ বৃষ্টি
- যাযাবর জীবন
কাল বিকেলটা ঢলে ছিল কফির কাপে
তুই গায়ে হেলান দিতেই সন্ধ্যে
নিমিষে উড়েছিল সময়
তারপর সারারাত স্বপ্নঘুমে,
কাল ঘুমটাও বড্ড বেয়ারা ছিল
বুকের একপাশে কোলবালিশ আরেক পাশে তুই
স্বপ্নের একধারে ঘুম আরেক ধারে তুই
ভোর পার হয়ে গেছে সময় স্রোতে, ঘুমের দেশে,
চোখ সকাল হয়েছে দুপুর রোদে;
আজ দুপুরটা বড্ড তেতে আছে রোদ রাগে
আর মন তেতে আছে বেশ তো'তে,
ঝুমঝুম চুমু বৃষ্টি হলে দারুণ হতো
ভিজতাম দুজন দুজনে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন