মিঠাজলে সাগরস্নান
- যাযাবর জীবন
আমি পাহাড়ে, ঝর্ণার কান্না
আমি সমতলে, ঝর্ণা কেঁদে নদী
অনেক অশ্রু জমে সাগর, নদীর কান্না
আকাশে স্বপ্নডানা, মেঘের কান্না;
যেই ছুঁয়ে দিয়েছে আমায় ভিজেছে অশ্রুতে
আমার সারা গায়ে লবণ মাখা,
যেই না চাঁদ ছুঁয়ে দিল আমায়, আকাশ চাঁদনি
তবে কি চাঁদও কাঁদে?
আমি আর যাব না পাহাড়ে
আসব না সাগরে
ভাসব না আকাশে
দেখব না চাঁদ, চাঁদনি রাতে;
যেদিন ভালোবাসা নেমে যাবে ভাটার টানে
ডুবে যাব আমি গভীর ঘুমে,
কোন এক কালো পূর্ণিমাতে
চোখঘুমে
মনঘুমে
শরীর ঘুমে,
সেদিন আবার সবাই জেগে উঠবে সূর্য চুমে
কান্না ভুলে
কান্না ভুলে;
সেদিন সমুদ্রে এসো সবাই তোমরা তোমরা
মিঠাজলে সাগরস্নানে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন