অনুভূতির ফারাক
- যাযাবর জীবন
আলো বলতে তুই সূর্য বুঝিস
আমি বুঝি চাঁদনি,
তোর সমুদ্র দর্শন
আমার বুকের খাঁচায় জলের ভাঙন,
তোর চোখে লালিমা সূর্যোদয়ে তারপর তুই দিন
আমি লাল দেখি সূর্যাস্তে তারপর চোখ রাত;
ফারাক বিস্তর তোর আর আমার
আমাদের চিন্তা চেতনার
তবুও কোথাও না কোথাও একটু অনুভূতি থেকেই যায়
অনুভবে অনুভবে
বুকের খুব গভীরে
একে কি ভালোবাসা বলে?
আমি মন স্পর্শে, তুই শরীর
মিলন হয় না দিন আর রাতের
মিলন হয় না চাঁদ আর সূর্যের
আমাদের মিল শুধুই অনুভবে;
আদতে আমরা কেও কারো নই
তবুও তোর মন জুড়ে ভালোবাসা
আর আমার মন জুড়ে তুই।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন