গ্রহণ এর রাত
- যাযাবর জীবন
গ্রহণ চাঁদে
মন আমার
তুইহীনা চাঁদ আর জ্যোৎস্নার অন্ধকার
রাত তো কালোই হয় চাঁদহীনা কিংবা তুই
সেই কবেই তো গ্রহণ লেগেছে আমাতে, তুইহীনা হয়ে;
আচ্ছা! তোর মনেও কি গ্রহণ লাগে?
আমাহীনা জ্যোৎস্না রাতে;
বড্ড জানতে ইচ্ছে করে, গ্রহণ এর রাতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন