বুধবার, ৭ মার্চ, ২০১৮

হলুদ খাম



হলুদ খাম
- যাযাবর জীবন


এক সময় কত কত চিঠিই না লিখেছি তোকে
কত কত চিঠিই না পেয়েছি তোর কাছ থেকে;

আজকাল কি আর চিঠির যুগ আছে?
কে, কোথায় আর ইদানীং কলমে চিঠি লিখে?
হারিয়ে গেছে রুলটানা সুগন্ধি চিঠি লিখার পাতা,
হলুদ খামের দিন তো ফুরিয়ে গেছে কবেই;

তোর কি সময় আছে এখন চিঠি লিখার?
আমার কিন্তু অনেক ধৈর্য চিঠি পড়ার
কিংবা অপেক্ষার,
একদিন তুই নিশ্চয়ই চিঠি লিখবি আবার
সেই আগের মত,
প্রত্যেকদিন না হোক মাসে একটা
কিংবা বছরে..................

আমি অপেক্ষায় থাকলাম;

আমি কিন্তু এখনো চিঠি লিখি তোকে
প্রত্যেকদিন একটি করে, মনে মনে;
কাগজে কলমে?
প্রত্যেকদিন লিখা না হলেও
মাসে একটি কিংবা ছ মাসে দু চারটি করে;

খাম হীন চিঠিগুলো নিশ্চয়ই পৌঁছে যাবে তোর হাতে
কোন না কোন ভাবে..................

আশায় থাকলাম।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন