রবিবার, ১১ মার্চ, ২০১৮

নীল সবুজ স্বপ্ন



নীল সবুজ স্বপ্ন
- যাযাবর জীবন


লোকে বলে স্বপ্ন নাকি সাদা-কালো
আমি স্বপ্নে একটা সিঁড়ি দেখি
সিঁড়িটা সবুজ সবুজ নীল
একদিকে আলো আলো একদিকে আঁধার কালো;

প্রায়শই স্বপ্নটা আমার চোখে বসে
প্রায়শই সিঁড়িটা আমার স্বপ্নে আসে
যখনই সিঁড়িতে পা রাখি
ঘুম ভেঙে যায় তখনই,
আমি আজো বুঝতে পারি নি
সিঁড়িটা আমায় কি ওপর থেকে নীচে নামতে বলছে
নাকি নিচ থেকে ওপরে উঠতে বলছে;
বোঝা আর না বোঝার বোঝায় মন পাথর পাথর
আমি স্বপ্নে স্বপ্নে হারিয়ে যাই প্রায়শই, কোথায় আমার ঘর?



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন