বন্ধুত্ব আর প্রেম
- যাযাবর জীবন
আমাদের দেখা হয় না কত দিন!
কথা হয় না কত দিন হয়ে গেছে!!
বন্ধুত্ব থেকে হরহামেশাই প্রেম হয়ে যায়
যেমন হয়েছিল তোর আর আমার,
সেও তো অনেক যুগ হয়ে গেছে
এখন আর বন্ধুত্ব নেই,
প্রেম আছে কি?
আমি ঠিক বুঝতে পারি না;
অনেক কিছুই আমি বুঝতে পারি না
যেমন বুঝতে পারি নি তোকে;
কই? অনুভব তো ঠিকই রয়ে গেছে
একটা কষ্ট কষ্ট ব্যথা
একটা দুঃখ দুঃখ সুখ
একটা ঘুম ঘুম আবেশ
একটা স্বপ্ন স্বপ্ন ঘুম
বুকের কোথায় জানি
হয়তো খুব গভীরে কোথাও;
আমি ঠিক বুঝতে পারি না,
যেমন বুঝতে পারি নি তোকে;
প্রেমী কখনো বন্ধু হতে পারে না, তাই না?
আমি কিন্তু বন্ধু হতে চেয়েছিলাম;
আচ্ছা! এখন কি প্রেম আছে আমাদের মাঝে?
আমি ঠিক বুঝতে পারি না,
যেমন বুঝতে পারি নি তোকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন