শনিবার, ২৫ নভেম্বর, ২০১৭

একটা মেয়ে



একটা মেয়ে
- যাযাবর জীবন


একটা মেয়ে ভোরের কুয়াশা
সারা গায়ে মেখে রয়
একটা মেয়ে সকালের সূর্য
প্রতিদিন ঘুম ভাঙায়
একটা মেয়ে দুপুরের দাবদাহ
ভালোবাসায় পোড়ায়
একটা মেয়ে বিকেলের রৌদ্দুর
সে ছাড়া মন বিষণ্ণ হয়ে রয়
একটা মেয়ে সন্ধ্যের গোধূলি
ঘরে ফেরার প্রেরণা
একটা মেয়ে রাতের চাঁদনি
ভালোবাসার কবিতা
একটা মেয়ে অন্ধকার রাত
আমায় ঘুম পারায়
একটা মেয়ে দিনরাত্রির অষ্টপ্রহর
আমায় জড়িয়ে রয়;

একটা মেয়ে জানলো না কখনো,
সে কুয়াশা বলেই আমি ভোর
সে সূর্য বলেই আমি সকাল
সে দাবদাহ হলে আমি তার ছায়া
সে রৌদ্দুর হলে আমি বৃষ্টি
সে সন্ধ্যে হলে আমি ঘর
সে চাঁদ হলেই আমি জ্যোৎস্না
সে রাত বলেই আমি ঘুম
তার হাসিতে আমার সূর্য
তার মন খারাপে আমার আকাশে শ্রাবণ;

একটা মেয়ে কখনোই জানলো না
তার ভালোবাসাই আমার কলম
সে আছে বলেই আমার কবিতা;

একটি মেয়ে
জানলো না কোনদিন,
সেই ছিল আমার কবিতা।





শুক্রবার, ২৪ নভেম্বর, ২০১৭

মন খারাপের গন্ধ



মন খারাপের গন্ধ
- যাযাবর জীবন


আজ ম্যাড়ম্যাড়ে সিকি-চাঁদের আকাশ
আজ চুপচাপ থেমে আছে বাতাস
আজ কেমন যেন চারিদিক দমবন্ধ
আজ বাতাসে তোর মন খারাপের গন্ধ;

আজ চুমু খাওয়া হয় নি তোকে
বড্ড শুকনো লাগছে ঠোঁট
আজ ভালোবাসা হয় নি তোকে
বড্ড মন খারাপ বুঝি তোর?

আমি কখনো চাঁদ কখনো সূর্য
তুই যখন যেমন রাখিস,
মন কখনো বুঝ কখনো অবুঝ
তুই যখন যেমন রাখিস,
তুইই আমার বুঝ, আমি তোতেই অবুঝ
তুই বুঝিস আর নাই বুঝিস;

রাত অনেক হলো
অনেক হয়েছে কথা
এখন ঘুমো তুই কান্না মেয়ে, স্বপ্ন জড়িয়ে
কাল না হয় ভালোবাসবো নতুন করে, তোতে হারিয়ে।


সত্য মিথ্যার বোধোদয়



সত্য মিথ্যার বোধোদয়
- যাযাবর জীবন


তুই সত্যি
আমি কিন্তু মিথ্যা না;

তুই যখন সূর্যোদয় দেখিস
আমি দেখি সূর্যাস্ত, একই সময়ে,
আমরা কেও কিন্তু মিথ্যা না;

তুই যখন দিন দেখিস
আমি দেখি রাত, একই সময়ে
আমরা কেও কিন্তু মিথ্যা না;

আমি তোকে ভালোবাসি, একদম সত্য
তুই আমাকে ভালোবাসিস না, ডাহা মিথ্যা
তবুও আমাদের মিলন হয় না;

আমরা দু-জন দু-জায়গা থেকে পৃথিবী দেখি
আমরা দু-জন পরস্পরকে ভালোবাসি
তবুও আমাদের মিলন হয় না,
আমরা কেও মিথ্যা না।



হার



হার
- যাযাবর জীবন


সেই সেদিন থেকে
আজ পর্যন্ত
আমি এখনো তোর,
তুই অনেক দূরে, স্বার্থের;

অর্থের কাছে হেরে যায় সবাই
মনে ভালোবাসা নিয়ে।


স্থবির মাটি



স্থবির মাটি
- যাযাবর জীবন


উড়লাম, ভাসলাম, খুঁজলাম তোকে
এখানে ওখানে, আকাশে বাতাসে
ওখানে শুধুই সাদাকালো মেঘ ভাসে,
তুই অধরা, মন আকাশে;

একদিন ডানা ভেঙে যাবে
একদিন চাইলেও উড়তে পারব না
একদিন মন খুঁজবে, চোখ দেখবে না
একদিন স্থবির হয়ে যাবে মাটি,
সেদিন খুঁজতে আসিস আমায়
যদি মনে পড়ে।

ক্লান্তি খোঁজায়



ক্লান্তি খোঁজায়
- যাযাবর জীবন


উড়তে থাকে পাখি
ক্লান্তি কোথায় ডানায়?
ভাসতে থাকে মাছ
সাঁতরে সাঁতরে বেড়ায়;

যত ক্লান্তি আমার
খুঁজে খুঁজে তোকে
তুই কোথায়?
তুই কোথায়?


আঁচলে দীর্ঘশ্বাস



আঁচলে দীর্ঘশ্বাস
- যাযাবর জীবন


নির্ঘুম রাত্রি শেষে ভোর সকালে পাহাড়ের কান্না
সাগর কেঁদেছে সারারাত তোর সাথে
পাথরের আঁচল বেয়ে ঝর্ণা নেমে যাচ্ছে সাগরে
কান্নার বিলাপে
আমি খড়খড়ে ক্লান্ত চোখে রোদের চোখরাঙানি দেখি
কোথাও মেঘ কাঁদে না
অন্তর্দাহে নীল হয়ে থাকে আকাশ;

আমি জেগে আছি তোর সাথে পাহাড়
জেগে আছি ঝর্ণা
জেগে আছি সাগর,

তুই ঘুমিয়ে পর রে কান্নামেয়ে
তোর আঁচলে বুকফাটা দীর্ঘশ্বাস।

নীল স্বপ্ন



নীল স্বপ্ন
- যাযাবর জীবন


কোন কোন মাঝরাতে তুই আমার
কোন কোন মাঝরাতে ডুব সাঁতার
স্বপ্ন ভাংতেই কোথাও কেও নেই
স্বপ্ন ভাংতেই অন্ধকার;

কোন কোন মাঝরাতে তোকে কাছে পাই
আকাশে চাঁদ ওঠে
তারাতেও জ্যোৎস্না ফোঁটে
এলোমেলো বাতাসে উড়তে থাকে তোর এলোচুল
আমি নাক গুঁজে দেই তোর ঘাড়ে
তারপর একটু একটু করে খুলে দেখি তোকে
চুল থেকে ঘাড়ে
ঘাড় থেকে বুকে
বেআব্রু রাত বেআব্রু করে তোকে
তারপর ডুবতে থাকি তোতে;

নীল নীল স্বপ্নগুলো বড্ড নীল করে দেয় মাঝে মাঝে
আর ঘুম ভাংতেই অন্ধকার।




সন্ধ্যের ঘরে রাত



সন্ধ্যের ঘরে রাত
- যাযাবর জীবন


উড়ছে সন্ধ্যা পাখির ডানায়
ঘরে ফিরছে পাখির দল
সূর্যটা রঙ হারিয়েছে মন খারাপে
বিকেল ঘুমিয়ে পরেছে সন্ধ্যের বুকে;

আমার চোখেই ঘুম নেই
সকাল সন্ধ্যে কিংবা রাতে
নেই ঘরে ফেরার তাড়া
সূর্য ডোবার সাথে;

আমি আকাশ তাকাই চাঁদ খুঁজে
চাঁদনি ভালোবেসে
তুই দিনের বেলায় সূর্য হয়ে
থাকিস দূর আকাশে;

ঘরে ফিরছে পাখিরা, ফিরুক
সূর্য ডুবে যাচ্ছে, যাক
তুই দুপুরের চাঁদ
আমি মিশমিশে কালো রাত।



একটি দুটি নোনা কথা



একটি দুটি নোনা কথা
- যাযাবর জীবন


একটি দুটি পাতা
একটি দুটি ফল
অনেক অনেক ঢেউ
অনেক কোলাহল;

কেও কেও গাছের ফল গোনে
সাগরের ঢেউ গুনেছে কে?
বুকে কষ্ট কষ্ট পাথর ছড়ানো
ভালোবেসেছে যে;

সবাই ফল গোনে স্বার্থে
কারো অর্থের বড়াই
কেও কেও শুধু গাছ বুনেই যায়
আমি না হয় কষ্টই কুড়াই;

সমুদ্র থেকে নোনা কি আর কান্না হয়?
আমি পাথর ভেঙে দুঃখ ওড়াই।



তুই আর আমি রাত



তুই আর আমি রাত
- যাযাবর জীবন


দিনটা একটা মাত্র সূর্যের
কত কত আলো
রাতটা লক্ষ লক্ষ তারার
অথচ কালো,

সারাদিন নীল মেখে মেখে
আকাশেরও কালো হতে ইচ্ছে করে কখনো কখনো
সাদা ধুসর মেঘ ভেসে বেড়ায় নীল-কালো আকাশে
আমার আর ডানা কোথায় ভেসে যেতে;

রঙ বদলাতে থাক আকাশ তার মত
নীল আর কালোতে
দিন কিংবা রাতে,
আমি ডুব সাঁতারে, ডুবে যেতে তোর সাথে
দিনে কিংবা রাতে;
একটা বার রাত হ তুই আমার সাথে সাথে।




তুই আর আমি, সাগর পারে



তুই আর আমি, সাগর পারে
- যাযাবর জীবন


তুই আর আমি
সাগর আর বালুতট
চাঁদ ও জ্যোৎস্না
আর মন ভরা চুমু;

ঠোঁট ঢেকে রাখলে কি আর কাম ঢাকা যায়?
আমি তো সেই কবেই ডুবেছি তোতে,
আয় রাত্রি হই অমাবস্যা রাতে
ভিজে গায়ে সাগর পারে।

নোনা জলের কান্না



নোনা জলের কান্না
- যাযাবর জীবন


কে দেখেছে বৃষ্টির কান্না?
সবাই মেঘ দেখে
আমি দেখি তোকে;

ঢেউ ভাঙা দেখে সবাই
ঢেউ এর কষ্ট বুঝতে চেয়েছে কে কবে
নোনা জলে সবাই লবণ চাখে
সাগরের কান্না দেখেছে কে?

চোখ থেকে টপ করে ফোঁটা গড়াতে দেখেছিস তুই
কান্না বুঝেছিস কখনো?
হৃদয়ে কান চেপে;

সাগর ভাংছে কুলে
অন্ধকার রাতে
আর আমি তোতে।


শনিবার, ১৮ নভেম্বর, ২০১৭

ভালোবাসার অতলে



ভালোবাসার অতলে
- যাযাবর জীবন


তুই আর আমি
একান্তে,
সূর্যটা মুখ লুকিয়েছে সন্ধ্যের বুকে;

আমারও ইচ্ছে করেছে মুখ লুকাতে
তোর বুকে;

চল ডুবে যাই সাগরে
ভালোবাসার অতলে।





কোনদিকে যাব?



কোনদিকে যাব?
- যাযাবর জীবন


কোনদিকে যাব?
বলে দে মন;

সামনে ভালোবাসা, পেছনে হতাশা
আরে বোকা! ভালোবাসা মানেই তো হতাশা;

ডানে প্রেম, বাঁয়ে মোহ
আরে বোকা! মোহের হাতছানিই তো প্রেম;

বড্ড মন চাইছে , স্বপ্নে যেতে
বাস্তবতা টেনে ফেলে দেয় মাটিতে;

কোথাও প্রেম নেই
স্বপ্ন নেই,
পুরোটাই বাস্তবতা
বাস্তবতাই জীবন;

একটা বার আমাকে স্বপ্নে ঢুকতে দে মন।




অমাবস্যার চুমু


অমাবস্যার চুমু
- যাযাবর জীবন


তুই বড্ড রাত
সন্ধ্যের আলো নেভার পর থেকে,
অথচ আকাশ ভরা তারা
তোকে সাজিয়ে দিতে;

আয় চুমু খাই, অমাবস্যায়।


তেতে ওঠা সকাল



তেতে ওঠা সকাল
- যাযাবর জীবন


চায়ের কাপে ভোর
চোখ মেলতেই তুই
চুমু সাজিয়ে চোখে

কাপ হাতে তুই
ঠোঁটে চুমুক দিতেই সূর্য
উঁহু! আজ চুমুতে মধু কম যেন?
পূর্ণ চোখে তাকাতেই তোর চোখ মাটিতে;

মন খারাপ বুঝি?
না তো,
চুমুতে মিষ্টি কম দিয়েছিস?
না তো,
তবে এত হালকা লিকারের চুমু কেন?
শুকনো মনে কি আর লিকার কড়া হয়?
ভেজালাম তো সারারাত,
তাতে কি আর হয়?
তাহলে আবার ডুবি?
এসো;

সকাল তেতে ওঠে রোদে
আমি তোতে।




ঘোলা ঘোলা


ঘোলা ঘোলা
- যাযাবর জীবন


সূর্যের লাল চোখ মেঘের ভেলায় খেলা করতে না করতে
হুড়মুড় করে বিকেলটা ঢলে পড়লো সন্ধ্যের গায়ে
আমি তখন কানামাছি খেলায় মত্ত সাগরের পায়ে পায়ে
ফেনাগুলো কখনো হুড়মুড় করে আমার পায়ে
কখনো আমি দৌড়ে সাগরের গায়ে গায়ে
কিছু না কিছু নিয়ে তো মত্ত থাকতেই হয়
তোকে ভুলতে গিয়ে;

ঐ তো দূরে বাতাস উড়ছে
উড়ছে বালি
উড়ছে পাখির দল,
উড়ছে মেঘ
উড়ছে সময়
শুধু আমিই থেমে
এখনো তোতে;

সেই সে দিনের কথা মনে আছে তোর?
তুই আর আমি সাগর তীরে
অনেক অনেক মানুষের ভীরে,
কি শঙ্কাতেই না ছিলি তুই!
এই কেও দেখলো বুঝি
এই কেও দেখলো!
মনে আছে?

আমি হাসছিলাম তোর কাণ্ড দেখে
বলেছিলাম, আচ্ছা যদি দেখেই ফেলে
কি আর হবে?
না হয় হারিয়ে যাব দুজন মিলে
সাগর তীরে সাগর নীলে,
তারপর সন্ধ্যে ঘনাতেই
দুজন দুজনার কাঁধে হাতে
হেঁটে গিয়েছিলাম ঐ দূরে,
বালিতে পা জড়িয়ে
সাগরে পা ভিজিয়ে
সাগরের তীর ধরে
বহু বহু, বহুদূরে;

কতদিন আগের কথা বলতো?
ধ্যাত! পুরনো কথা ভুলতে যেয়ে লবণ বাড়ে সাগর জলে
রাত বুঝি নেমে এলো
চারিদিক কেমন ঘোলা ঘোলা,
চোখে কিছু পড়লো বুঝি;

আচ্ছা এখন যাই রে!





অধোগামী



অধোগামী
- যাযাবর জীবন


যেভাবে মেঘের আকাশ
যেভাবে বৃষ্টির জল
উড়ন্ত পাখির ডানা
তোর কান্না আঁচল,
আমি ঢাল বেয়ে নেমে যাওয়া পানি দেখি
আর আমার অধোগামী জীবন
তোর আলতো সাবধানী পা ফেলা
আমার উসৃঙ্খল পদদলন;

এত উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই
স্খলন সবার জীবনেই আসে
মহাপুরুষ শুধুই কিতাবে,
আজকের যুগে;

ভালোবাসার জন্য একজন মহাপুরুষ খুঁজে নে
আমি অধোগামী নদী,
আমাতে ডুবতে চাইলে স্বাগতম।




ডুবে যাওয়ার অনুভব



ডুবে যাওয়ার অনুভব
- যাযাবর জীবন


ভালোবাসা, একটি শব্দ
অব্যক্ত অনুভূতি
অব্যক্ত অনুভব

ভালোবাসা, ইচ্ছে ছুঁয়ে ছুঁয়ে থাকা
ইচ্ছে জড়িয়ে রাখা
মন কেমন কেমন করা অনুভব

ভালোবাসা, কষ্ট কষ্ট সুখ
হাসি হাসি কান্না
দুঃখ সুখের অনুভব

ভালোবাসা, একটি মন খারাপের গল্প
একটি সম্পূর্ণ কবিতা
আর তুই তুই অনুভব

ভালোবাসা মানেই 'তুই'
মনের মাঝে 'তুই সব'
আর তোতে ডুবে যাওয়ার অনুভব।


অলস কথার বৃষ্টি নূপুর



অলস কথার বৃষ্টি নূপুর
- যাযাবর জীবন


একটি দুটি অলস কথা
অলস আজকের অলস দুপুর
স্বপ্ন নায়ে চোখ বুঝতেই
মনের মাঝে বৃষ্টি টুপুর;

স্বপ্ন চোখে মাঝি শুয়ে
পরী বসা নায়
ভালোবাসার নৌকা ভাসে
মাঝি উজান বায়;

নদী ভেজে নৌকো ভেজে
ভেজা ভেজা কাম
মাঝি ভাসে পরী ভাসে
ভালোবাসার নাম;

মাঝির মনে অলস সুখ
সুখ পরীর মনে
অলস দুপুর অলস সময়
স্বপ্নঘুমের সনে।


ঘুমন্ত সময়



ঘুমন্ত সময়
- যাযাবর জীবন


সুসময়ে সবাই সবার
আমি না হয় রইলামই ঘুমন্ত সঙ্গী
চুপটি করে সবার সাথে
মনের মাঝে মনের খাঁচায়,
সময় ওড়ে পাখির ডানায়;

দুঃসময়ে মনে করে একবার মনে করিস আমায়।

অপেক্ষার হেলান


অপেক্ষার হেলান
- যাযাবর জীবন


দুপুর হেলান দিয়েছে বিকেলের গায়ে
সারাদিন গড়িয়ে গড়িয়ে সূর্যটা লাল করে ফেলেছে চোখ
বিকেলের আলো তো এমনিতেই মন খারাপ করে দেয়
এর মাঝে তুই এলি এলি করেও এলি না,
অপেক্ষারও তো ক্লান্তি থাকে
সেই সকাল থেকে পথ চেয়ে চেয়ে শ্রান্ত দুচোখ
হঠাৎ ঝাপটা হাওয়া
নরম ঠাণ্ডা,
এলি!
দুচোখ মেলে চাই
কোথাও কেও নেই;

দুটি পাখি ডানা ঝাপটে উড়ে যাচ্ছে মাথার ওপর দিয়ে
ঘরে ফিরছে
পাখিরও তো ঘর থাকে
তুই ছাড়া ঘর কোথায় আমার?
যখন তুই মনে, মন আমার ঘর
আর নয়তো অপেক্ষার চোখ
প্রতীক্ষায় তোর.........


মন ডাকে



মন ডাকে
- যাযাবর জীবন


ভোর হলেই মন পাখির ডানায়
আকাশ-নীলা আকাশ জুরে
তোর খোঁজে এদিক ওদিক
ধুসর আমি উড়াল ডানায়,
কোন সুদূরে, তুই কোথায়?
ডাকছে মন, আয়, আয়, আয়......


ভালোবেসে রাত


ভালোবেসে রাত
- যাযাবর জীবন


রাতগুলো আসে কালো হয়ে
অন্ধকারে কোথায় আলো?
মনের আয়নায় চোখ পড়তেই
ভেতর থেকে আমিও কালো;

কুয়াশা না হয় পরত ফেলে
আলোর ওপর ঘোলা ঘোলা
কোথায় আয়না? কুয়াশা কোথায়?
অন্ধকারে সবই কালো;

আমি তো কবেই রাত্রি হয়েছি
যেদিন তোকে বেসেছি ভালো।


নারী, কন্যা জায়া জননী



নারী, কন্যা জায়া জননী
- যাযাবর জীবন


নারী; ছেলেবেলায় মমতাময়ী মা
ভালোবাসার বাঁধন
উল্টাপাল্টায় কড়া শাসন;

নারী; কৈশোরে, প্রেমিকা মনমোহিনী
যখন তখন জ্বালাতন
স্বাধীনতা হরণ আর সময় শোষণ;

নারী; যৌবনে, জীবন সঙ্গিনী অর্ধাঙ্গিনী
নরম ও গরম, ইচ্ছে হলেই ইচ্ছেমতন
এটা না, ওটা না, সেটা না এর কান ঝালাপালা ভাষণ;

নারী; কন্যা, বাবার আদরের ধন
পিতামনে একচ্ছত্র ভালোবাসার সিংহাসন
প্রৌঢ়ত্বে কখনো সখনো মমতার অনুশাসন।

ঝোকের জোঁক


ঝোকের জোঁক
- যাযাবর জীবন


জোঁকের দাঁতে কামড়ে ধরা আর
ঝোঁকের মাথায় ছুড়ে ফেলা
তোকেই মানায়, হে মহীয়সী নারী;

আর কত লবণ দেব রক্তে?

একলা গাড়ি একা যাত্রী



একলা গাড়ির একা যাত্রী
- যাযাবর জীবন


কোথায় মন? আকাশ বাতাস
উড়ে গেলো রাত্রি
একলা গাড়ি ইষ্টিশনে
আমি একা যাত্রী;

অনেকগুলো রাত পেরিয়ে
জ্যোৎস্না ঘরে এলো
অনেক গুলো চাঁদ হারিয়ে
রাত্রি কালো হলো

অনেক অনেক অন্ধকারে
কান্না হলো মন
অনেক গুলো প্রশ্ন মনে
উঁকি, যখন তখন

অনেক আলোর পথ পেরিয়ে
অনেক সময় হাঁটা
পিছু ফিরে জীবন দেখতেই
দেখলাম সব ফাঁকা

কোথায় জীবন?
সময় ঘড়ি, টিক টিক দোলে
রাত পেরোলেই ঘুম ঘুম চোখ
মরণ কথা বলে

সময় হলেই ছাড়ে গাড়ি
মরণ ইষ্টিশন
একে একে যাত্রী ওঠে
ঘুমিয়ে যায় জীবন।

মন কথা বলে



মন কথা বলে
- যাযাবর জীবন


কি জানি মন
কোথায় কখন
হারায় হারায় চলে,

কারো মনে চাঁদে
কারো বা সূর্যে
কারো থাকে জলে,

আমি থাকি স্বপ্নে
তুই থাকিস বুকে
মন কথা বলে।


বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০১৭

আলাপন



আলাপন
- যাযাবর জীবন


আলাপন
আলাপন
অন্ধকার রাত,
ঠোঁটে ঠোঁটে আলাপন
তোর হাতে হাত;
আলাপন
আলাপন
মুঠো করে মুঠোফোন
প্রেমিক আর প্রেমিকা
জাগে সারা রাত......

আলাপন
আলাপন
চাঁদনি ও চাঁদ,
শরীর শরীর আলাপনে
ভালোবাসার ফাঁদ;
আলাপন
আলাপন
একা একা আলাপন
তোর জন্য জেগে থাকা
ঘুমহীন রাত.........



বুধবার, ৮ নভেম্বর, ২০১৭

অমাবস্যার চাঁদ



অমাবস্যার চাঁদ
- যাযাবর জীবন


তুই আমায় জড়িয়ে ধরলেই চাঁদে দিন
অভিমানে গাল ফুলোলেই সূর্যে রাত;

চাঁদ হাসলে তো মন জ্যোৎস্নাই হয়
তুই হাসলেই আমার ঘরে চাঁদ
জ্যোৎস্নায় আকাশ থেকে চাঁদনি ঢালে চাঁদ
মন থেকে প্রেম ঢালিস তুই
অন্ধকার কোথায়?
সারারাত আমার চাঁদে সূর্যে মন।

অনেক দিন ভেজা হয় নি বৃষ্টিতে,
আচ্ছা!
ঝুম বৃষ্টিতে জ্যোৎস্নায় ভিজেছে কে?
তুই তো ভেজাস হর হামেশাই
প্রেমে কিংবা অভিমানে,
একবার বড্ড ভিজতে ইচ্ছে করে আমার, অমাবস্যার চাঁদে।





পাথরের কান্না


পাথরের কান্না
- যাযাবর জীবন


হাসতে পার? মন ভরে;
কাঁদতে পার? গলা চিরে;
তবে তো তুমি মানুষ।

পাথর হাসে না
পাথর কাঁদে না
তবুও পাহাড় থেকে নেমে আসে ঝর্ণা
তবে কি পাহাড় কাঁদে?
একা একা ডুকরে ডুকরে;

কই, আমি তো কাঁদি না!
তবে কেন ভিজে যায় রাত? আমার ঘরে।





জীবনের পিছুটান



জীবনের পিছুটান
- যাযাবর জীবন


কি দারুণ একটা সময় ছিল ছেলেবেলা!
সবার সাথে হাসি খেলা
বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন
সবাই ছিল আত্মার আত্মা, বড্ড আপন;

সময়ের পিঠে চড়ে সময় গড়ায়
ছেলেবেলা গড়িয়ে কৈশোর হয়ে যৌবনে পৌঁছায়
অনেকের মাঝে তখন মাঝে মাঝে বড্ড লাগে একা
একটু মন কেমন কেমন
কি যেন একটা, কি যেন একটা
বাসায় সুন্দরী কেও এলে চোখ ঠারে ঠোরে
ও পাড়ার বড় বাড়ির মেয়েটাকে দেখি আড়ে আড়ে
বড্ড মন কেমন করে
কোন একদিন মেয়েটাও হয়তো দেখলো চোখ চেয়ে
ইশারা ছিল কি চোখে? মৃদু হাসি ঠোঁটে?
ইশশ! মন কেমন করে
মন কেমন করে,
তারপর কিছুই ভালো লাগে না
কেমন যেন বিষণ্ণতা আর একা একা
একা একা,
এক দিন খুব আশ্চর্য হয়েছিলাম জেনে
বড় বাড়ির সুন্দরী বিয়ের পিঁড়িতে
আহা! সেদিনের কথা মনে এলে এখনো মন কেমন করে;

সময়ের পিঠে চড়ে সময় গড়ায়
একসময় যৌবনের ভেলা আমার ঘরেও বাসর সাজায়
একি? মানুষের ঘরে লাল টুকটুকে পরী!
আহা মধু, মরি মরি;
পরী আমার হলো তো মধু মধু
আমি পরীর হলাম তো জীবন ধুতুরা শুধু;

সময় গড়ায়, সময় গড়ায়
ট্যাঁ টোঁ, বাচ্চা কাচ্চা সংসার
পকেটে টাকা তো জীবন চিনি চিনি
আর নয়তো সংসার বিষোদ্গার,
এ ছাড়া তো আছেই নিত্য নতুন
মা বৌয়ের ঝনঝন হাঁড়িকুঁড়ি
চুলায় হাঁড়িতে আমি
আর না হয় দুজনার শিল-পাটার ঘষাঘষি
কোথায় মশলা? পাটায় আমি,
বাহ! কি সুন্দর সংসার
কখনো মধু মধু
আর নয়তো বিষোদ্গার।

সময়ের চাকা গড়াতে গড়াতে প্রৌঢ়ত্ব
পেছনে তাকালে দেখি কাঁঠালের আমসত্ত্ব
কোথায় ছেলেবেলা?
কোথায় যৌবন?
কোথায়ই বা আত্মীয় স্বজন?
স্বার্থ আছে তো মৌমাছির দল মৌচাক ঘিরে
আর নয়তো দুধের মাছি স্বজন সকলই উড়ে উড়ে;
বাচ্চা কাচ্চা বড় হয়
যার যার সংসার হয়
তারপর আমি কার? কে আমার?
মাঝে সাঝে পালা পর্বনে আবার কখনো একসাথে
সাথে যৌবনের পরী হয়ে আসা বুড়ি থাকে তো সময়টা ভালোই কাটে
আর নয়তো একার জীবন একা কাটে
এটাই সংসার
এটাই জীবন
সময় চাকায় গড়ায় জীবন;

তারপর এক সময় মাটি হয় মাটি
ছেলে মেয়ে, পাড়া পড়শি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব
সবাই আসে, কাঁদে কিছু সময়
মাটিকে মাটিতে শুইয়ে দিতে দিতে
দীর্ঘশ্বাস ফেলে বলে
বড্ড ভালো লোক ছিল গো;

পিছুটান কিছু রয়ে গেলো কি?
রয়ে গেলো তো সন্তানের মাঝে এক টুকরো স্মৃতি।




মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০১৭

চল প্রেম করি



চল প্রেম করি
- যাযাবর জীবন


প্রেমে পড়েছিস বুঝি?
সে আর নতুন কি?

কেন পড়িস?
অনেক অবসর আমার, তার থেকে কিছু সময় না হয় নষ্টই হলো অকাজে;

কষ্ট পেলে?
নতুন আর কি? সে তো কত ভাবেই জীবন থেকে নিত্য পেয়ে আসছি;

তারপর?
তার আর পর কোথায়? হয় শূন্যতে আউট না হয় সেঞ্চুরি;

পরিণাম?
তিন দিন চোখের জল, তারপর নতুন প্রেমে মন ছলছল;

এই বুঝি প্রেম?
নয়তো আবার কি? চল প্রেম করি।


পড়ে থাকা স্মৃতি


পড়ে থাকা স্মৃতি
- যাযাবর জীবন


রাগি দুপুর আজ তেতে ওঠা সূর্যে, ঠিক তোর মত
ভোরে ঘুম ভাঙ্গলেও
অভিমানের জল শুকোয় নি তোর চোখে
কাল সারারাত ছিল কান্না যত;

যদিও নতুন প্রেমের হাতছানি
তবুও আজ বড্ড মন খারাপ তোর
কতবার অতীত করতে করতেও খুঁড়ে তুলেছিস আমায় বর্তমানে
আমি তো সেই কবেই অতীত হয়ে আছি মনে মনে;

এবার নিশ্চয়ই নতুন বর্তমান নতুন করে
মন সাজাবে তোর নতুন প্রেমে
অতীতকে হেরে যেতেই হয়ই বর্তমানের কাছে
নতুবা প্রকৃতি শোধ নেয় ওলোটপালট জীবনে;

আচ্ছা শোন;
সব ঠিক আছে তো?
কিছু কিন্তু ফেলে যাস না পিছু;
আমার কাছে যা রইলো শুধুই স্মৃতি, সবটুকু।


স্পর্শানুভব



স্পর্শানুভব
- যাযাবর জীবন


স্পর্শ মানেই কাম নয়;
স্পর্শ অনুভব,
ভালোবাসার
বিশ্বাসের
আস্থার
নির্ভরতার;

যতবারই হারিয়ে গিয়েছি
তোর স্পর্শে নিজেকে খুঁজে পেয়েছি
যতবারই পশু হয়ে যাই
তোরই স্পর্শে আবার মানুষ হয়ে উঠি।


চাঁদনি ঘুম



চাঁদনি ঘুম
- যাযাবর জীবন


সূর্যটা পশ্চিমের বুকে হেলান দিতেই আমার মন আনচান
চেয়ে থাকি পূব দিকে ব্যাকুল হয়ে
কখন উঁকি চাঁদমুখ চাঁদের?
চাঁদ উঠতেই মন চাঁদনি
আর মন হেলান তোর বুকে;

আজ সারারাত গল্প হবে ঠোঁটে ঠোঁটে
তারপর চাঁদনি প্রেম শেষে আমরাও ঘুমুব দুজন
হেলান দিয়ে ভোরের সূর্যে
চাঁদ ডুবে গেলে পশ্চিমের আকাশে।


দূর, সমুদ্দুর



দূর, সমুদ্দুর
- যাযাবর জীবন


কথা ছিল আমরা দুজন হারাবো বহু বহুদূর
কখনো পাহাড় কখনো নদী কখনো সমুদ্দুর
নিয়তির খেলা আমরা এখন দূর, বহুদূর
মাঝখানে পাহাড় আর কত কত নদী কতগুলো সমুদ্দুর

তোকে চেয়েছিলাম স্বপ্নে আমি চাইনি কোন হুর
এখন দুজন দিন আর রাত মাঝে এক চাঁদ দূর
ভেজা ভেজা মন তুই পড়ে আছিস যোজন যোজন দূর
তোকে মনে পড়লেই ভারি ভারি মন দুচোখ সমুদ্দুর

দুটি জীবন আজ দুটি ঘাটে বাঁধা মাঝখানে সমুদ্দুর
ভালোবাসার অনুভব মনের ভেতর স্পর্শের বহুদূর
আজ দুজনার বাঁশি দুরকম বাজে দুটি ভিন্ন সুর
তুই পাহাড় হাঁটিস আমি হেঁটে যাই দূর দূর, সমুদ্দুর....


উপলব্ধিতে তুই


উপলব্ধিতে তুই
- যাযাবর জীবন


আকাশে চাঁদ উঠলে সবাই তাকিয়ে থাকে
চাঁদ দেখে জ্যোৎস্না অনুভব করে
কেও কেও চাঁদের ছবি তোলে
চাঁদনির ছবি তুলেছে কে?
সূর্য তো চোখে দেখা যায়
আঁকিয়েরা সূর্য আঁকে
সকাল, দুপুর কিংবা সন্ধ্যের অস্তগামী সূর্যের ছবি
দিনের আলোর ছবি এঁকেছে কে?

কিছু সৌন্দর্য শুধুই অনুভবের
কিছু সৌন্দর্য উপভোগের
কিছু সৌন্দর্য কেবল চোখে দেখতে হয়, মন দিয়ে উপলব্ধি করে
শুধুমাত্র বোকারাই চাঁদনির ছবি তুলতে গিয়ে সময়ক্ষেপণ করে;

যেদিন জ্যোৎস্না সেদিন আমি চাঁদ দেখি
যেদিন অমাবস্যা সেদিন তোকে দেখি, মনচোখে
উপলব্ধিতে সারা মাস তুই আমার অনুভবে, ভালোবেসে।


ঈর্ষার চাঁদ



ঈর্ষার চাঁদ
- যাযাবর জীবন


আমার এক চোখে তুই
এক চোখে চাঁদনি;

চাঁদটা দেখেছিস?
পূর্ণ যৌবনা,
আগুন উগরচ্ছে চাঁদনি আমার ভালোবাসায়
ঈর্ষার আগুনে জ্বলছিস তুই ভালোবেসে আমায়
তুই, আমি আর চাঁদনি
ঘুরছি ত্রিভুজ প্রেমে
কেন্দ্রবিন্দুতে চাঁদ;

সারারাত প্রেম শেষে চাঁদটা ডুবে গেলেই
ঘুমিয়ে যায় চাঁদনি
ঘুমিয়ে পরি আমি
জেগে থাকিস তুই ঈর্ষায়।



পৃথিবীর দিনরাত্রি



পৃথিবীর দিনরাত্রি
- যাযাবর জীবন


কালকের রাতটা কি অবলীলায় হারিয়ে গেলো সকালের ভাঁজে
ভোরটা চুপটি করে মুখ লুকিয়েছিল কুয়াশায়
সূর্য হেসে উঁকি দিতেই কুয়াশার চোখে ঘুম
রবি চোখ রাঙিয়ে আড়মোড়া ভাংতেই
কুয়াশাগুলো সুড়সুড় করে সেঁধিয়ে গেলো
সবুজ ঘাসের লেপে
এবার বিকেল পর্যন্ত তার নিশ্চিন্ত ঘুম;

ওদিকে পৃথিবী তেতে উঠছে সূর্যের রাগের সাথে
দুপুর হয়ে এলো বলে
রোদে তাপে ঝিমুনি পশুকুলে
দ্বিপ্রহর এর আহার শেষে কেও কেও ভাতঘুমে
সূর্য হাটি হাটি পা পা করে ছুঁয়ে দেয় বিষণ্ণ বিকেল
কুয়াশার ঘুম ভাঙার সময় হলো;

পাখিগুলো সারাদিনের শ্রান্তি শেষে ঘরে ফিরছে ডানা ঝাপটে
সূর্যের চোখ লাল হয়ে আসছে ঘুমে
একটু পরেই হারিয়ে যাবে পাহাড়ের ওপাশে
কিংবা টুপ করে ডুবে যাবে সমুদ্রে
আর নয়তো লুকিয়ে যাবে সন্ধ্যের ভাঁজে;

গা ঝাড়া দিয়ে উঠে বসেছে শীতের কুয়াশা
মন কেমন করা ছায়া ছায়া ভুতুড়ে আলো
রাত অন্ধকারের লেপ টেনে দিচ্ছে দিনের ওপর
দিনের এখন ঘুমোনোর সময়;

আজ কি পূর্ণিমা?
চাঁদ কি আলো ছড়াবে?
সূর্য তো ঘুমুচ্ছে পৃথিবীর ওদিকে,
কুয়াশার চাদর সরিয়ে চাঁদের ঘুম ভাঙলেই
জ্যোৎস্নার নৃত্যে হাসবে রাত
তারপর চাঁদের সাথে চাঁদনির অভিসার
সারারাত ধরে
সূর্যের ঘুম ভাঙার আগে,
আবার আরেকটি নতুন দিন ধরাচরে;

ভালোই তো কেটে যাচ্ছে পৃথিবীর দিনরাত্রিগুলো
অযুত নিযুতাব্দি ধরে;
কি এসে যায় পৃথিবীর
সূর্যের
চন্দ্রের
আর সৌরজগৎ এর,
কে কি ভাবলো আর
কে কি লিখলো শব্দ বুনে থরে থরে।





মনে তুই



মনে তুই
- যাযাবর জীবন


ভোরটা ঘুমের, সবারই;
আমার পাখির ডানায়, গাড়ির চাকায়
নৌকো, ষ্টীমার কিংবা রেলের চাকায়
সময় গড়ায় সময় চাকায়
কঠোর জীবন, জীবন আগায়;

মাঝে মাঝে যখন খুব হাঁপিয়ে যাই
তুই উঁকি দিস মনের পাতায়
মনে তোর ঘুম ভাংতেই কুয়াশা ভেঙে সূর্যোদয়
রবি হাসে, তুই হাসিস
হেসে ফেলে আমার ক্লান্তি
জীবন গড়ায় সময় চাকায়
আমি এগিয়ে চলি সময়কে পিছু ফেলে
নতুন দিনে, নব উদ্যমে;

ভাগ্যিস মনে তুই ছিলি, সূর্য হয়ে।






বুকের বাঁ পাশ


বুকের বাঁ পাশ
- যাযাবর জীবন


বুকের বাঁ পাশটায় তুই
একেবারে খাঁচার অনেক ভেতরে,
মাঝে মাঝে তোকে খুলে দেখি উঁকি দিয়ে
তখন আমি তোর একার,
ঘন প্রেম শেষে আবার বুক বন্ধ করে সবার হয়ে যাই;

তুই ডুব দিয়ে ঘুমাস বুকের গভীরে
আমার হৃদপিণ্ড ধুকপুক করতে থাকে তোর নিঃশ্বাসে।


দুভাগ



দুভাগ
- যাযাবর জীবন


ভাংতে জুড়ি নেই
জুড়ি নেই মলম লাগাতে;

কতবার দুভাগ হয়েছি পথের মত,
তারপর আবার জুড়ে গিয়েছি তোতে।




মৌসুমি প্রেম



মৌসুমি প্রেম
- যাযাবর জীবন


বন্যার মত ধেয়ে আসে প্রেম কোন কোন বর্ষায়
প্রেম না নামলেও শরতে কিন্তু পানি নেমেই যায়
হেমন্তে নামতে থাকা প্রেম শীতে শুকায়
হয়তো কিছু ভেজা ভেজা অনুভব ওড়ে শীতের কুয়াশায়
তারপর জীবনের পদদলে ধুলোয় হারায়;

হায়! বন্যার মত ধেয়ে আসা প্রেম........
পথের ধুলায়.....

হয়তো আবার নতুন প্রেমের অঙ্কুরোদ্গম বসন্তের আগমনে
গ্রীষ্মে পাকবে,
কে জানে এবার বন্যায় কাকে ভাসাবে?

হায় প্রেম!
হায় মৌসুমি প্রেম।

পরিণয়



পরিণয়
- যাযাবর জীবন


ভালোবাসা কি আর মুখে বলতে হয়?
সে তো মনের সাথে মনের পরিচয়,
আর শরীরে শরীরে পরিণয়;

তোর সাথে আমার কেবলই মন ভালোবাসা
নেই কোন পরিণয়।