মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০১৭

চাঁদনি ঘুম



চাঁদনি ঘুম
- যাযাবর জীবন


সূর্যটা পশ্চিমের বুকে হেলান দিতেই আমার মন আনচান
চেয়ে থাকি পূব দিকে ব্যাকুল হয়ে
কখন উঁকি চাঁদমুখ চাঁদের?
চাঁদ উঠতেই মন চাঁদনি
আর মন হেলান তোর বুকে;

আজ সারারাত গল্প হবে ঠোঁটে ঠোঁটে
তারপর চাঁদনি প্রেম শেষে আমরাও ঘুমুব দুজন
হেলান দিয়ে ভোরের সূর্যে
চাঁদ ডুবে গেলে পশ্চিমের আকাশে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন