শনিবার, ১৮ নভেম্বর, ২০১৭

অধোগামী



অধোগামী
- যাযাবর জীবন


যেভাবে মেঘের আকাশ
যেভাবে বৃষ্টির জল
উড়ন্ত পাখির ডানা
তোর কান্না আঁচল,
আমি ঢাল বেয়ে নেমে যাওয়া পানি দেখি
আর আমার অধোগামী জীবন
তোর আলতো সাবধানী পা ফেলা
আমার উসৃঙ্খল পদদলন;

এত উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই
স্খলন সবার জীবনেই আসে
মহাপুরুষ শুধুই কিতাবে,
আজকের যুগে;

ভালোবাসার জন্য একজন মহাপুরুষ খুঁজে নে
আমি অধোগামী নদী,
আমাতে ডুবতে চাইলে স্বাগতম।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন