শনিবার, ১৮ নভেম্বর, ২০১৭
ভালোবেসে রাত
ভালোবেসে রাত
-
যাযাবর জীবন
রাতগুলো আসে কালো হয়ে
অন্ধকারে কোথায় আলো?
মনের আয়নায় চোখ পড়তেই
ভেতর থেকে আমিও কালো;
কুয়াশা না হয় পরত ফেলে
আলোর ওপর ঘোলা ঘোলা
কোথায় আয়না? কুয়াশা কোথায়?
অন্ধকারে সবই কালো;
আমি তো কবেই রাত্রি হয়েছি
যেদিন তোকে বেসেছি ভালো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
নবীনতর পোস্ট
পুরাতন পোস্ট
হোম
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন