শনিবার, ১৮ নভেম্বর, ২০১৭

অপেক্ষার হেলান


অপেক্ষার হেলান
- যাযাবর জীবন


দুপুর হেলান দিয়েছে বিকেলের গায়ে
সারাদিন গড়িয়ে গড়িয়ে সূর্যটা লাল করে ফেলেছে চোখ
বিকেলের আলো তো এমনিতেই মন খারাপ করে দেয়
এর মাঝে তুই এলি এলি করেও এলি না,
অপেক্ষারও তো ক্লান্তি থাকে
সেই সকাল থেকে পথ চেয়ে চেয়ে শ্রান্ত দুচোখ
হঠাৎ ঝাপটা হাওয়া
নরম ঠাণ্ডা,
এলি!
দুচোখ মেলে চাই
কোথাও কেও নেই;

দুটি পাখি ডানা ঝাপটে উড়ে যাচ্ছে মাথার ওপর দিয়ে
ঘরে ফিরছে
পাখিরও তো ঘর থাকে
তুই ছাড়া ঘর কোথায় আমার?
যখন তুই মনে, মন আমার ঘর
আর নয়তো অপেক্ষার চোখ
প্রতীক্ষায় তোর.........


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন