শনিবার, ১৮ নভেম্বর, ২০১৭

ভালোবাসার অতলে



ভালোবাসার অতলে
- যাযাবর জীবন


তুই আর আমি
একান্তে,
সূর্যটা মুখ লুকিয়েছে সন্ধ্যের বুকে;

আমারও ইচ্ছে করেছে মুখ লুকাতে
তোর বুকে;

চল ডুবে যাই সাগরে
ভালোবাসার অতলে।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন