একটি দুটি নোনা কথা
- যাযাবর জীবন
একটি দুটি পাতা
একটি দুটি ফল
অনেক অনেক ঢেউ
অনেক কোলাহল;
কেও কেও গাছের ফল গোনে
সাগরের ঢেউ গুনেছে কে?
বুকে কষ্ট কষ্ট পাথর ছড়ানো
ভালোবেসেছে যে;
সবাই ফল গোনে স্বার্থে
কারো অর্থের বড়াই
কেও কেও শুধু গাছ বুনেই যায়
আমি না হয় কষ্টই কুড়াই;
সমুদ্র থেকে নোনা কি আর কান্না হয়?
আমি পাথর ভেঙে দুঃখ ওড়াই।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন