বুধবার, ৮ নভেম্বর, ২০১৭

পাথরের কান্না


পাথরের কান্না
- যাযাবর জীবন


হাসতে পার? মন ভরে;
কাঁদতে পার? গলা চিরে;
তবে তো তুমি মানুষ।

পাথর হাসে না
পাথর কাঁদে না
তবুও পাহাড় থেকে নেমে আসে ঝর্ণা
তবে কি পাহাড় কাঁদে?
একা একা ডুকরে ডুকরে;

কই, আমি তো কাঁদি না!
তবে কেন ভিজে যায় রাত? আমার ঘরে।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন