মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০১৭

পড়ে থাকা স্মৃতি


পড়ে থাকা স্মৃতি
- যাযাবর জীবন


রাগি দুপুর আজ তেতে ওঠা সূর্যে, ঠিক তোর মত
ভোরে ঘুম ভাঙ্গলেও
অভিমানের জল শুকোয় নি তোর চোখে
কাল সারারাত ছিল কান্না যত;

যদিও নতুন প্রেমের হাতছানি
তবুও আজ বড্ড মন খারাপ তোর
কতবার অতীত করতে করতেও খুঁড়ে তুলেছিস আমায় বর্তমানে
আমি তো সেই কবেই অতীত হয়ে আছি মনে মনে;

এবার নিশ্চয়ই নতুন বর্তমান নতুন করে
মন সাজাবে তোর নতুন প্রেমে
অতীতকে হেরে যেতেই হয়ই বর্তমানের কাছে
নতুবা প্রকৃতি শোধ নেয় ওলোটপালট জীবনে;

আচ্ছা শোন;
সব ঠিক আছে তো?
কিছু কিন্তু ফেলে যাস না পিছু;
আমার কাছে যা রইলো শুধুই স্মৃতি, সবটুকু।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন