তুই আর আমি রাত
- যাযাবর জীবন
দিনটা একটা মাত্র সূর্যের
কত কত আলো
রাতটা লক্ষ লক্ষ তারার
অথচ কালো,
সারাদিন নীল মেখে মেখে
আকাশেরও কালো হতে ইচ্ছে করে কখনো কখনো
সাদা ধুসর মেঘ ভেসে বেড়ায় নীল-কালো আকাশে
আমার আর ডানা কোথায় ভেসে যেতে;
রঙ বদলাতে থাক আকাশ তার মত
নীল আর কালোতে
দিন কিংবা রাতে,
আমি ডুব সাঁতারে, ডুবে যেতে তোর সাথে
দিনে কিংবা রাতে;
একটা বার রাত হ তুই আমার সাথে সাথে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন