শনিবার, ১৮ নভেম্বর, ২০১৭

মন কথা বলে



মন কথা বলে
- যাযাবর জীবন


কি জানি মন
কোথায় কখন
হারায় হারায় চলে,

কারো মনে চাঁদে
কারো বা সূর্যে
কারো থাকে জলে,

আমি থাকি স্বপ্নে
তুই থাকিস বুকে
মন কথা বলে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন