চল প্রেম করি
- যাযাবর জীবন
প্রেমে পড়েছিস বুঝি?
সে আর নতুন কি?
কেন পড়িস?
অনেক অবসর আমার, তার থেকে কিছু সময় না হয় নষ্টই হলো অকাজে;
কষ্ট পেলে?
নতুন আর কি? সে তো কত ভাবেই জীবন থেকে নিত্য পেয়ে আসছি;
তারপর?
তার আর পর কোথায়? হয় শূন্যতে আউট না হয় সেঞ্চুরি;
পরিণাম?
তিন দিন চোখের জল, তারপর নতুন প্রেমে মন ছলছল;
এই বুঝি প্রেম?
নয়তো আবার কি? চল প্রেম করি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন