শনিবার, ১৮ নভেম্বর, ২০১৭

ঘোলা ঘোলা


ঘোলা ঘোলা
- যাযাবর জীবন


সূর্যের লাল চোখ মেঘের ভেলায় খেলা করতে না করতে
হুড়মুড় করে বিকেলটা ঢলে পড়লো সন্ধ্যের গায়ে
আমি তখন কানামাছি খেলায় মত্ত সাগরের পায়ে পায়ে
ফেনাগুলো কখনো হুড়মুড় করে আমার পায়ে
কখনো আমি দৌড়ে সাগরের গায়ে গায়ে
কিছু না কিছু নিয়ে তো মত্ত থাকতেই হয়
তোকে ভুলতে গিয়ে;

ঐ তো দূরে বাতাস উড়ছে
উড়ছে বালি
উড়ছে পাখির দল,
উড়ছে মেঘ
উড়ছে সময়
শুধু আমিই থেমে
এখনো তোতে;

সেই সে দিনের কথা মনে আছে তোর?
তুই আর আমি সাগর তীরে
অনেক অনেক মানুষের ভীরে,
কি শঙ্কাতেই না ছিলি তুই!
এই কেও দেখলো বুঝি
এই কেও দেখলো!
মনে আছে?

আমি হাসছিলাম তোর কাণ্ড দেখে
বলেছিলাম, আচ্ছা যদি দেখেই ফেলে
কি আর হবে?
না হয় হারিয়ে যাব দুজন মিলে
সাগর তীরে সাগর নীলে,
তারপর সন্ধ্যে ঘনাতেই
দুজন দুজনার কাঁধে হাতে
হেঁটে গিয়েছিলাম ঐ দূরে,
বালিতে পা জড়িয়ে
সাগরে পা ভিজিয়ে
সাগরের তীর ধরে
বহু বহু, বহুদূরে;

কতদিন আগের কথা বলতো?
ধ্যাত! পুরনো কথা ভুলতে যেয়ে লবণ বাড়ে সাগর জলে
রাত বুঝি নেমে এলো
চারিদিক কেমন ঘোলা ঘোলা,
চোখে কিছু পড়লো বুঝি;

আচ্ছা এখন যাই রে!





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন