দূর, সমুদ্দুর
- যাযাবর জীবন
কথা ছিল আমরা দুজন হারাবো বহু বহুদূর
কখনো পাহাড় কখনো নদী কখনো সমুদ্দুর
নিয়তির খেলা আমরা এখন দূর, বহুদূর
মাঝখানে পাহাড় আর কত কত নদী কতগুলো সমুদ্দুর
তোকে চেয়েছিলাম স্বপ্নে আমি চাইনি কোন হুর
এখন দুজন দিন আর রাত মাঝে এক চাঁদ দূর
ভেজা ভেজা মন তুই পড়ে আছিস যোজন যোজন দূর
তোকে মনে পড়লেই ভারি ভারি মন দুচোখ সমুদ্দুর
দুটি জীবন আজ দুটি ঘাটে বাঁধা মাঝখানে সমুদ্দুর
ভালোবাসার অনুভব মনের ভেতর স্পর্শের বহুদূর
আজ দুজনার বাঁশি দুরকম বাজে দুটি ভিন্ন সুর
তুই পাহাড় হাঁটিস আমি হেঁটে যাই দূর দূর, সমুদ্দুর....

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন