শুক্রবার, ২৪ নভেম্বর, ২০১৭

নোনা জলের কান্না



নোনা জলের কান্না
- যাযাবর জীবন


কে দেখেছে বৃষ্টির কান্না?
সবাই মেঘ দেখে
আমি দেখি তোকে;

ঢেউ ভাঙা দেখে সবাই
ঢেউ এর কষ্ট বুঝতে চেয়েছে কে কবে
নোনা জলে সবাই লবণ চাখে
সাগরের কান্না দেখেছে কে?

চোখ থেকে টপ করে ফোঁটা গড়াতে দেখেছিস তুই
কান্না বুঝেছিস কখনো?
হৃদয়ে কান চেপে;

সাগর ভাংছে কুলে
অন্ধকার রাতে
আর আমি তোতে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন