অলস কথার বৃষ্টি নূপুর
- যাযাবর জীবন
একটি দুটি অলস কথা
অলস আজকের অলস দুপুর
স্বপ্ন নায়ে চোখ বুঝতেই
মনের মাঝে বৃষ্টি টুপুর;
স্বপ্ন চোখে মাঝি শুয়ে
পরী বসা নায়
ভালোবাসার নৌকা ভাসে
মাঝি উজান বায়;
নদী ভেজে নৌকো ভেজে
ভেজা ভেজা কাম
মাঝি ভাসে পরী ভাসে
ভালোবাসার নাম;
মাঝির মনে অলস সুখ
সুখ পরীর মনে
অলস দুপুর অলস সময়
স্বপ্নঘুমের সনে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন