আঁচলে দীর্ঘশ্বাস
- যাযাবর জীবন
নির্ঘুম রাত্রি শেষে ভোর সকালে পাহাড়ের কান্না
সাগর কেঁদেছে সারারাত তোর সাথে
পাথরের আঁচল বেয়ে ঝর্ণা নেমে যাচ্ছে সাগরে
কান্নার বিলাপে
আমি খড়খড়ে ক্লান্ত চোখে রোদের চোখরাঙানি দেখি
কোথাও মেঘ কাঁদে না
অন্তর্দাহে নীল হয়ে থাকে আকাশ;
আমি জেগে আছি তোর সাথে পাহাড়
জেগে আছি ঝর্ণা
জেগে আছি সাগর,
তুই ঘুমিয়ে পর রে কান্নামেয়ে
তোর আঁচলে বুকফাটা দীর্ঘশ্বাস।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন