মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০১৭

উপলব্ধিতে তুই


উপলব্ধিতে তুই
- যাযাবর জীবন


আকাশে চাঁদ উঠলে সবাই তাকিয়ে থাকে
চাঁদ দেখে জ্যোৎস্না অনুভব করে
কেও কেও চাঁদের ছবি তোলে
চাঁদনির ছবি তুলেছে কে?
সূর্য তো চোখে দেখা যায়
আঁকিয়েরা সূর্য আঁকে
সকাল, দুপুর কিংবা সন্ধ্যের অস্তগামী সূর্যের ছবি
দিনের আলোর ছবি এঁকেছে কে?

কিছু সৌন্দর্য শুধুই অনুভবের
কিছু সৌন্দর্য উপভোগের
কিছু সৌন্দর্য কেবল চোখে দেখতে হয়, মন দিয়ে উপলব্ধি করে
শুধুমাত্র বোকারাই চাঁদনির ছবি তুলতে গিয়ে সময়ক্ষেপণ করে;

যেদিন জ্যোৎস্না সেদিন আমি চাঁদ দেখি
যেদিন অমাবস্যা সেদিন তোকে দেখি, মনচোখে
উপলব্ধিতে সারা মাস তুই আমার অনুভবে, ভালোবেসে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন