বুধবার, ৮ নভেম্বর, ২০১৭

অমাবস্যার চাঁদ



অমাবস্যার চাঁদ
- যাযাবর জীবন


তুই আমায় জড়িয়ে ধরলেই চাঁদে দিন
অভিমানে গাল ফুলোলেই সূর্যে রাত;

চাঁদ হাসলে তো মন জ্যোৎস্নাই হয়
তুই হাসলেই আমার ঘরে চাঁদ
জ্যোৎস্নায় আকাশ থেকে চাঁদনি ঢালে চাঁদ
মন থেকে প্রেম ঢালিস তুই
অন্ধকার কোথায়?
সারারাত আমার চাঁদে সূর্যে মন।

অনেক দিন ভেজা হয় নি বৃষ্টিতে,
আচ্ছা!
ঝুম বৃষ্টিতে জ্যোৎস্নায় ভিজেছে কে?
তুই তো ভেজাস হর হামেশাই
প্রেমে কিংবা অভিমানে,
একবার বড্ড ভিজতে ইচ্ছে করে আমার, অমাবস্যার চাঁদে।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন