তেতে ওঠা সকাল
- যাযাবর জীবন
চায়ের কাপে ভোর
চোখ মেলতেই তুই
চুমু সাজিয়ে চোখে
কাপ হাতে তুই
ঠোঁটে চুমুক দিতেই সূর্য
উঁহু! আজ চুমুতে মধু কম যেন?
পূর্ণ চোখে তাকাতেই তোর চোখ মাটিতে;
মন খারাপ বুঝি?
না তো,
চুমুতে মিষ্টি কম দিয়েছিস?
না তো,
তবে এত হালকা লিকারের চুমু কেন?
শুকনো মনে কি আর লিকার কড়া হয়?
ভেজালাম তো সারারাত,
তাতে কি আর হয়?
তাহলে আবার ডুবি?
এসো;
সকাল তেতে ওঠে রোদে
আমি তোতে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন