মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০১৭

পৃথিবীর দিনরাত্রি



পৃথিবীর দিনরাত্রি
- যাযাবর জীবন


কালকের রাতটা কি অবলীলায় হারিয়ে গেলো সকালের ভাঁজে
ভোরটা চুপটি করে মুখ লুকিয়েছিল কুয়াশায়
সূর্য হেসে উঁকি দিতেই কুয়াশার চোখে ঘুম
রবি চোখ রাঙিয়ে আড়মোড়া ভাংতেই
কুয়াশাগুলো সুড়সুড় করে সেঁধিয়ে গেলো
সবুজ ঘাসের লেপে
এবার বিকেল পর্যন্ত তার নিশ্চিন্ত ঘুম;

ওদিকে পৃথিবী তেতে উঠছে সূর্যের রাগের সাথে
দুপুর হয়ে এলো বলে
রোদে তাপে ঝিমুনি পশুকুলে
দ্বিপ্রহর এর আহার শেষে কেও কেও ভাতঘুমে
সূর্য হাটি হাটি পা পা করে ছুঁয়ে দেয় বিষণ্ণ বিকেল
কুয়াশার ঘুম ভাঙার সময় হলো;

পাখিগুলো সারাদিনের শ্রান্তি শেষে ঘরে ফিরছে ডানা ঝাপটে
সূর্যের চোখ লাল হয়ে আসছে ঘুমে
একটু পরেই হারিয়ে যাবে পাহাড়ের ওপাশে
কিংবা টুপ করে ডুবে যাবে সমুদ্রে
আর নয়তো লুকিয়ে যাবে সন্ধ্যের ভাঁজে;

গা ঝাড়া দিয়ে উঠে বসেছে শীতের কুয়াশা
মন কেমন করা ছায়া ছায়া ভুতুড়ে আলো
রাত অন্ধকারের লেপ টেনে দিচ্ছে দিনের ওপর
দিনের এখন ঘুমোনোর সময়;

আজ কি পূর্ণিমা?
চাঁদ কি আলো ছড়াবে?
সূর্য তো ঘুমুচ্ছে পৃথিবীর ওদিকে,
কুয়াশার চাদর সরিয়ে চাঁদের ঘুম ভাঙলেই
জ্যোৎস্নার নৃত্যে হাসবে রাত
তারপর চাঁদের সাথে চাঁদনির অভিসার
সারারাত ধরে
সূর্যের ঘুম ভাঙার আগে,
আবার আরেকটি নতুন দিন ধরাচরে;

ভালোই তো কেটে যাচ্ছে পৃথিবীর দিনরাত্রিগুলো
অযুত নিযুতাব্দি ধরে;
কি এসে যায় পৃথিবীর
সূর্যের
চন্দ্রের
আর সৌরজগৎ এর,
কে কি ভাবলো আর
কে কি লিখলো শব্দ বুনে থরে থরে।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন