শুক্রবার, ২৪ নভেম্বর, ২০১৭

স্থবির মাটি



স্থবির মাটি
- যাযাবর জীবন


উড়লাম, ভাসলাম, খুঁজলাম তোকে
এখানে ওখানে, আকাশে বাতাসে
ওখানে শুধুই সাদাকালো মেঘ ভাসে,
তুই অধরা, মন আকাশে;

একদিন ডানা ভেঙে যাবে
একদিন চাইলেও উড়তে পারব না
একদিন মন খুঁজবে, চোখ দেখবে না
একদিন স্থবির হয়ে যাবে মাটি,
সেদিন খুঁজতে আসিস আমায়
যদি মনে পড়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন