মৌসুমি প্রেম
- যাযাবর জীবন
বন্যার মত ধেয়ে আসে প্রেম কোন কোন বর্ষায়
প্রেম না নামলেও শরতে কিন্তু পানি নেমেই যায়
হেমন্তে নামতে থাকা প্রেম শীতে শুকায়
হয়তো কিছু ভেজা ভেজা অনুভব ওড়ে শীতের কুয়াশায়
তারপর জীবনের পদদলে ধুলোয় হারায়;
হায়! বন্যার মত ধেয়ে আসা প্রেম........
পথের ধুলায়.....
হয়তো আবার নতুন প্রেমের অঙ্কুরোদ্গম বসন্তের আগমনে
গ্রীষ্মে পাকবে,
কে জানে এবার বন্যায় কাকে ভাসাবে?
হায় প্রেম!
হায় মৌসুমি প্রেম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন