শুক্রবার, ২৪ নভেম্বর, ২০১৭

তুই আর আমি, সাগর পারে



তুই আর আমি, সাগর পারে
- যাযাবর জীবন


তুই আর আমি
সাগর আর বালুতট
চাঁদ ও জ্যোৎস্না
আর মন ভরা চুমু;

ঠোঁট ঢেকে রাখলে কি আর কাম ঢাকা যায়?
আমি তো সেই কবেই ডুবেছি তোতে,
আয় রাত্রি হই অমাবস্যা রাতে
ভিজে গায়ে সাগর পারে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন