শুক্রবার, ২৪ নভেম্বর, ২০১৭

মন খারাপের গন্ধ



মন খারাপের গন্ধ
- যাযাবর জীবন


আজ ম্যাড়ম্যাড়ে সিকি-চাঁদের আকাশ
আজ চুপচাপ থেমে আছে বাতাস
আজ কেমন যেন চারিদিক দমবন্ধ
আজ বাতাসে তোর মন খারাপের গন্ধ;

আজ চুমু খাওয়া হয় নি তোকে
বড্ড শুকনো লাগছে ঠোঁট
আজ ভালোবাসা হয় নি তোকে
বড্ড মন খারাপ বুঝি তোর?

আমি কখনো চাঁদ কখনো সূর্য
তুই যখন যেমন রাখিস,
মন কখনো বুঝ কখনো অবুঝ
তুই যখন যেমন রাখিস,
তুইই আমার বুঝ, আমি তোতেই অবুঝ
তুই বুঝিস আর নাই বুঝিস;

রাত অনেক হলো
অনেক হয়েছে কথা
এখন ঘুমো তুই কান্না মেয়ে, স্বপ্ন জড়িয়ে
কাল না হয় ভালোবাসবো নতুন করে, তোতে হারিয়ে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন