শনিবার, ১৮ নভেম্বর, ২০১৭

কোনদিকে যাব?



কোনদিকে যাব?
- যাযাবর জীবন


কোনদিকে যাব?
বলে দে মন;

সামনে ভালোবাসা, পেছনে হতাশা
আরে বোকা! ভালোবাসা মানেই তো হতাশা;

ডানে প্রেম, বাঁয়ে মোহ
আরে বোকা! মোহের হাতছানিই তো প্রেম;

বড্ড মন চাইছে , স্বপ্নে যেতে
বাস্তবতা টেনে ফেলে দেয় মাটিতে;

কোথাও প্রেম নেই
স্বপ্ন নেই,
পুরোটাই বাস্তবতা
বাস্তবতাই জীবন;

একটা বার আমাকে স্বপ্নে ঢুকতে দে মন।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন