ঈর্ষার চাঁদ
- যাযাবর জীবন
আমার এক চোখে তুই
এক চোখে চাঁদনি;
চাঁদটা দেখেছিস?
পূর্ণ যৌবনা,
আগুন উগরচ্ছে চাঁদনি আমার ভালোবাসায়
ঈর্ষার আগুনে জ্বলছিস তুই ভালোবেসে আমায়
তুই, আমি আর চাঁদনি
ঘুরছি ত্রিভুজ প্রেমে
কেন্দ্রবিন্দুতে চাঁদ;
সারারাত প্রেম শেষে চাঁদটা ডুবে গেলেই
ঘুমিয়ে যায় চাঁদনি
ঘুমিয়ে পরি আমি
জেগে থাকিস তুই ঈর্ষায়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন