মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০১৭

স্পর্শানুভব



স্পর্শানুভব
- যাযাবর জীবন


স্পর্শ মানেই কাম নয়;
স্পর্শ অনুভব,
ভালোবাসার
বিশ্বাসের
আস্থার
নির্ভরতার;

যতবারই হারিয়ে গিয়েছি
তোর স্পর্শে নিজেকে খুঁজে পেয়েছি
যতবারই পশু হয়ে যাই
তোরই স্পর্শে আবার মানুষ হয়ে উঠি।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন