শনিবার, ১৮ নভেম্বর, ২০১৭

মন ডাকে



মন ডাকে
- যাযাবর জীবন


ভোর হলেই মন পাখির ডানায়
আকাশ-নীলা আকাশ জুরে
তোর খোঁজে এদিক ওদিক
ধুসর আমি উড়াল ডানায়,
কোন সুদূরে, তুই কোথায়?
ডাকছে মন, আয়, আয়, আয়......


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন