সন্ধ্যের ঘরে রাত
- যাযাবর জীবন
উড়ছে সন্ধ্যা পাখির ডানায়
ঘরে ফিরছে পাখির দল
সূর্যটা রঙ হারিয়েছে মন খারাপে
বিকেল ঘুমিয়ে পরেছে সন্ধ্যের বুকে;
আমার চোখেই ঘুম নেই
সকাল সন্ধ্যে কিংবা রাতে
নেই ঘরে ফেরার তাড়া
সূর্য ডোবার সাথে;
আমি আকাশ তাকাই চাঁদ খুঁজে
চাঁদনি ভালোবেসে
তুই দিনের বেলায় সূর্য হয়ে
থাকিস দূর আকাশে;
ঘরে ফিরছে পাখিরা, ফিরুক
সূর্য ডুবে যাচ্ছে, যাক
তুই দুপুরের চাঁদ
আমি মিশমিশে কালো রাত।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন