একলা গাড়ির একা যাত্রী
- যাযাবর জীবন
কোথায় মন? আকাশ বাতাস
উড়ে গেলো রাত্রি
একলা গাড়ি ইষ্টিশনে
আমি একা যাত্রী;
অনেকগুলো রাত পেরিয়ে
জ্যোৎস্না ঘরে এলো
অনেক গুলো চাঁদ হারিয়ে
রাত্রি কালো হলো
অনেক অনেক অন্ধকারে
কান্না হলো মন
অনেক গুলো প্রশ্ন মনে
উঁকি, যখন তখন
অনেক আলোর পথ পেরিয়ে
অনেক সময় হাঁটা
পিছু ফিরে জীবন দেখতেই
দেখলাম সব ফাঁকা
কোথায় জীবন?
সময় ঘড়ি, টিক টিক দোলে
রাত পেরোলেই ঘুম ঘুম চোখ
মরণ কথা বলে
সময় হলেই ছাড়ে গাড়ি
মরণ ইষ্টিশন
একে একে যাত্রী ওঠে
ঘুমিয়ে যায় জীবন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন