আলাপন
- যাযাবর জীবন
আলাপন
আলাপন
অন্ধকার রাত,
ঠোঁটে ঠোঁটে আলাপন
তোর হাতে হাত;
আলাপন
আলাপন
মুঠো করে মুঠোফোন
প্রেমিক আর প্রেমিকা
জাগে সারা রাত......
আলাপন
আলাপন
চাঁদনি ও চাঁদ,
শরীর শরীর আলাপনে
ভালোবাসার ফাঁদ;
আলাপন
আলাপন
একা একা আলাপন
তোর জন্য জেগে থাকা
ঘুমহীন রাত.........
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন