শুক্রবার, ২৪ নভেম্বর, ২০১৭

ক্লান্তি খোঁজায়



ক্লান্তি খোঁজায়
- যাযাবর জীবন


উড়তে থাকে পাখি
ক্লান্তি কোথায় ডানায়?
ভাসতে থাকে মাছ
সাঁতরে সাঁতরে বেড়ায়;

যত ক্লান্তি আমার
খুঁজে খুঁজে তোকে
তুই কোথায়?
তুই কোথায়?


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন